যিনি সবাইকে হাসান তাঁর জীবন কতটা কঠিন ছিল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান জনি লিভার। সপ্তম শ্রেণীতে পড়াশোনা ছাড়তে বাধ্য হন বলিউড অভিনেতা জনি লিভার। বাবা ছিলেন মদ্যপ, তাঁর পড়াশোনার দিকে কোনও নজর দিতেন না।