ভারতীয়দের থেকে বেশি সুখী পাকিস্তানিরা

World Happiness index: কোনও দেশের খুশির সূচক মাপা হয় সেই দেশের নাগরিকদের জীবন যাপনের নিরিখে। একই ভাবে অসুখী সূচকও মাপা হয়। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স বিশ্বের অসুখী দেশগুলির তালিকা প্রকাশ করেছে। ভুরাজনৈতিক ও আর্থিক কারণে দুনিয়ার সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।