চিতা বাঘের দেহ উদ্ধার!

ঘটনাটি ঘটেছে গতকাল মেটেলি ব্লকের আইবিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনে।মঙ্গলবার সকালে বাগানের শ্রমিকেরা আইবিল চা বাগানের ডাঙ্গী ডিভিশনের ৩৫ নম্বর সেকশন কাজ করার সময় একটি চিতা বাঘের দেহ পড়ে থাকতে দেখেন।