তবলা বাদক বিক্রম ঘোষের বাড়িতে হাজির RSS প্রধান মোহন ভাগবত। ইতিপূর্বে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন RSS নেতা। দু'দিনের সফরে গতকালই কলকাতায় এসেছেন তিনি। গতকাল কল্যাণ চৌবে ও উপেন বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন মোহন ভাগবত।