বিশ্বের প্রথম মহিলা পৃথিবীর ৪২.৫ কিলোমিটার ওপর থেকে স্কাইডাইভ করবেন স্বাতী ভার্শনি। স্বাতী ভার্শনি ভারতীয় মার্কিন বিজ্ঞানী। হেরা প্রজেক্ট অফ রাইজিং ইউনাইটেডের বাছাই ৩ জনের মধ্যে স্বাতী একজন। ২০২৫এ স্বাতী ভার্শনি এই স্কাইডাইভ করলে ৪টি রেকর্ড ভাঙবেন তিনি।