ভীষণ ভয়ে শাহরুখ, সলমন দীপিকা ও রনবীর

কোন ছবি হিট, কোন ছবি ফ্লপ হবে এই নিয়ে চিন্তা থাকে বলিউডি তারকাদের। ফ্লপ বা ব্যর্থতাকে অনেকে ভয়ও পান। গোপন কোন ভয় কুরে কুরে খায় বলি স্টারদের জানেন? তাঁরা সেই বিষয়ে কুঁকড়ে যান, গুটিয়ে যান। বাজিগর শাহরুখ খান ভীষণ ভয় পান ঘোড়াকে। একে বলে ইকুইনোফোবিয়া। লিফটে চাপতে ভয় পান সলমন খান। সলমন খান এস্ক্যালাফোবিয়ায় আক্রান্ত।