চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর মোনোপোল হোডিং গেট তৈরীর কাজ চলছি।বড় লোহার খাঁচা উপরে তোলা হচ্ছিল হাইড্রা মেশিনের কপিকল দিয়ে। হঠাৎ লোহার রোপ ছিঁড়ে পরে।তখন জিটি রোড ব্যস্ত।সামনেই একটি বেসরকারী ইংরেজি মাধ্যম ও একটি সরকারি স্কুল।