তক্ষক সাপ পাচারের সময় পুলিশের জালে ধরা পরল দশ জনের গ্যাং। দেগঙ্গা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছায় চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চিংড়িয়া পূর্বপাড়া এলাকায় বহিরাগত কিছু যুবক ঘোরাঘুরি করছে। সেই সূত্রের মত দেগঙ্গা থানার মেজ বাবু শুভাশিস চক্রবর্তী পুলিশের টিম নিয়ে ওই এলাকায় হানা দেয়।