কেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখবেন না অমিতাভ বচ্চন?
এ কী কথা! ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখবেন না অমিতাভ বচ্চন। কেন? জানিয়েছেন নিজে মুখেই। অমিতাভ জানিয়েছেন, তিনি খেলা দেখতে বসলেই ভারত হেরে যায়। ১৯শে নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলবে ভারত—তাই সেই খেলাও দেখবেন না বিগ বি।