বাজারে যখন অগ্নিমূল্য আদা, বর্ধমানে আদা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে!

আবর্জনা সঠিক ভাবে ভাগ করে ময়লাবাহী গাড়িতে দিন আর পরিবর্তে আদা নিন। সাতসকালে এই প্রস্তাব নিয়েই গৃহস্থের বাড়ির সামনে হাজির বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা। বাজারে যখন অগ্নিমূল্য আদার দাম তখনই আদা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে।