গণ ভাইফোঁটা দিলেন স্পেন -প্যারিসের দিদি

ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে। ভগবানপুর ২ নং ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা। আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা।