'এখানে ১৪৪ ধারা জারি আছে', এই যুক্তিতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বাধা দিল পুলিশ। বামনেত্রীর সঙ্গে বচসা পুলিশের। বামনেতানেত্রীদের একাধিক প্রশ্নের মুখে শুধুই 'চুপ' দাঁড়িয়ে পুলিশ। 'তোমাদের নেমপ্লেট কোথায়', এমতাবস্থায় হঠাৎই পুলিশকে প্রশ্ন মীনাক্ষীর!