'বাবাকে বল, তুমি আমার সঙ্গে রাত কাটাবে '...

অভিনয়ের সুযোগ দেবার নাম করে নবাগতদের হেনস্থার অভিযোগ বহুদিনের। এবার এবিষয়ে সরব শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। 'কভি হাঁ কভি না' র নায়িকা বলছেন কেরিয়ারের শুরুর অভিজ্ঞতা। এক পরিচালকের সঙ্গে দেখা করতে তিনি হোটেলে যান।