প্রথমে স্বামী, তারপর স্ত্রী, ফের স্বামী। পরপর তিনটে টার্ম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদ যেন বাস্তবেই পারিবারিক 'মিউজিক্যাল চেয়ার'।