আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান সহ ২ রাউণ্ড গুলি। ধৃত তিনজনের নাম সেখ কাজল,শুভম প্রসাদ গুপ্ত, রাজু ঘোষ। এদের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর, ধোকরাশহিদ ও ইছলাবাদ এলাকায়। শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।