মাত্র ১০ মিনিটের ঝড়ে(মোখা) লণ্ডভণ্ড হল বালুরঘাট শহরের একাংশ এলাকা। মূলত শহরের কোর্ট চত্বরে ঝড়ে সব থেকে বেশি প্রভাব পড়ে৷ ওই এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফার সহ খুঁটি রাস্তায় পড়ে গেছে৷ কোর্টের ভেতরের একটি বড় বট গাছ ভেঙে পড়েছে৷ যার ফলে বেশ কিছু সেরেস্তা ভেঙে গেছে৷ এছাড়াও রাস্তায় ভেঙে পড়েছে বহু গাছ ও বিদ্যুতের তার।