ওজন কমাতে চান? তাহলে চাঁদে যান। কি ভাবছেন ভুলভাল? বিজ্ঞানীরা বলছেন খাঁটি সত্য কথা। ওজন কমানোর জন্য কত কীই না করেছেন। খাবার খাওয়া কমানো। শারীরিক কসরত। তবুও ভুঁড়ি কমে না, মেদ ঝরে না। একবার চাঁদের মাটিতে পা দিলেই ছ গুন কমবে ওজন। আপনার ওজন যদি ৭৮ কেজি হয়, চাঁদে আপনার ওজন হবে ১৩ কেজি।