এবার প্রথম করওয়া চৌথ করবেন না প্রিয়াঙ্কা চোপড়া

পাঁচ বছর হয়েছে বিয়ে করেছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান পপ গায়েক নিক জোনাসের। কিন্তু কোনওবারই করওয়া চৌথ পালন থেকে বিরতি নেননি প্রিয়াঙ্কা। এবারই প্রথম এমনটা হবে। মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় একটি ছবিও করবেন তিনি। তাই মার্কিন মুলুকে কবে ফিরবেন, ঠিক নেই।