অধ্যাপকের বাড়িতে চুরি!

চুঁচুড়া মতিবাগানে চুরি। অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোতলায় থাকেন পাল দম্পতি। সেই পরিবার ভাইফোঁটা উপলক্ষে বর্ধমান গিয়েছিল দু'দিন আগে। গতকাল রাতে বাড়ি ফিরে দেখে দরজা কলাপসিবল আলমারির একাধিক তালা ভাঙা। ঘরে সব কিছু ছড়ানো। নগদ ও গহনা চুরি হয়েছে বলে দাবি তাদের।