ছোটবেলার কথা বলেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘আপকা আদালত’-এ এসে তিনি জানিয়েছিলেন ছোটবেলায় আলুর মতো গোল ছিলেন আলিয়া এবং তাঁর প্রিয় খাবারও নাকি ছিল আলু। ফ্রেঞ্চ ফ্রাইজ়! আলিয়া জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁকে সকলে ছেলে ভাবতেন। সকলে তাঁর মা অভিনেত্রী সোনি রাজদানকে বলতেন, “ও মা কী মিষ্টি ছেলেটা।”