মহাকাশ ১৬ আনা সোনায় ঠাসা গ্রহাণু

মহাকাশে তাল তাল সোনা। অল্প নয়, এত সোনা যে পৃথিবী বাসীকে সেই সোনা দিলে মাথা পিছু বিশ্ববাসী পাবেন ১০,০০০ কোটি মার্কিন ডলার। এমনই এক 'দামি' গ্রহাণুর সন্ধান পেয়েছে নাসা। পৃথিবী থেকে ৪ কোটি কিলোমিটার দূরে এই গ্রহাণু। বহুমূল্য এই গ্রহাণুর নাম ১৬ সাইকি।