কিছু দিন আগেই ৮২ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। আর ওই বিশেষ দিনে তিনি কিনে আনলেন বিএমডব্লিউ আই ৭ লাক্সারি সিডান। যার এই মুহূর্তে বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ টাকা। গাড়ির প্রতি বরাবরই ভালবাসা রয়েছে অমিতাভের। বাড়ির সদস্যর মতোই যত্ন নেন তাঁর বিপুল সম্ভারের। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।