ঘরের মাঠে বহুদিন পর নামার আগে দলের মতই ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআরের তারকা স্পিনারও। ইডেনের আবেগ আর এই আইপিএলে তাঁর লক্ষ্য। সব কিছু নিয়েই TV9 বাংলায় এক্সক্লুসিভ নাইটদের তারকা স্পিনার।