সারা বিশ্বে KFCর ২২,৬২১ টি আউটলেট আছে ১৩৬টি দেশে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিটেল ফ্রাঞ্চাইজি কেএফসি। আপনি কেএফসির ফ্রাঞ্চাইজি নিলে কত খরচ হবে? KFCর ফ্রাঞ্চাইজি ফি ৩০ লক্ষ টাকা। ভারতে কেএফসির ফ্রাঞ্চাইজি নিতে খরচ ৬০ লাখ থেকে ২ কোটি টাকা।