বিষক্রিয়া নাকি সেপসিস?

নয়া রোগে বসিরহাটে একাধিকের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক রাজ্য জুড়ে। রক্তে বিষক্রিয়া বা সেপসিস নামক রোগে ইতিমধ্যে মৃত্যু হয়েছে বসিরহাটের তিনজনের। এই রোগের সংক্রমণে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রাজ‍্য জুড়ে।