প্রথমবার সৌমিত্রর এই নাটক রবীন্দ্র সদনে

১৯৯২-এ সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন নাটক 'জন্মান্তর'। পুরুলিয়ার পটভূমিতে লেখা এই নাটকের প্রযোজনা হবার কথা ছিল অনেক আগেই। বিভিন্ন সময়ে প্রায় ৫-৬ বার মহড়াও হয়েছিল জন্মান্তরের। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে বাতিল হয়ে গেছে নাটকের মঞ্চায়ন। এবার তাই কোমর বেঁধে নেমেছে মুখোমুখি। নাট্য উৎসবে প্রথমবার মঞ্চস্থ হবে জন্মান্তর, নির্দেশনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু।