টোটো, অটোর দৌরাত্ম্য আটকাতে...

দিন দিন টোটো, অটো, মোটর ভ্যানের দৌরাত্ম্য বেড়েই চলেছে ।প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়কের ওপর বারংবার টোটো অটোর ওপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যসড়কের ওপর দেদার চলছে টোটো অটো মোটর ভ্যান।