চাঁদের মাটিতে বিশাল টেলিস্কোপ

শোনা যাচ্ছে এবার চাঁদে বসবে উচ্চশক্তি সম্পন্ন একটি টেলিস্কোপ। arXivর প্রতিবেদনে এমনই জানানো হচ্ছে। গবেষণার কাজে ব্যবহৃত এই টেলিস্কোপটি সাধারণ কোন টেলিস্কোপ নয়। একটি বিশাল আকারের রেডিও টেলিস্কোপ বা হাইপার টেলিস্কোপ হবে এটি। বিজ্ঞানীদের ধারণা চাঁদের মেরুতে 'লাইফ ফাইন্ডার টেলিস্কোপ'ও বসানো হতে পারে।