আমি কখনও অবলা নারী চিন্তাধারা নিয়ে চলিনি: খুশবু সুন্দর
TV9 নেটওয়ার্কের সামিটে “ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো” শীর্ষক আলোচনা সভায় জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দর বলেন, ''আমার মায়ের সঙ্গে বাবা যে আচরণ করত, তা দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে অবলা, অসহায় নারী হব না''।