মাঝরাতে রানির বেডরুমে গোবিন্দা?

পরনিন্দা,পরচর্চার আখড়া বলিউড। সেলিব্রেটিদের নিয়ে মুচমুচে খবর প্রকাশ্যে এলে শোরগোল হয়। কিছু খবর আবার চাপা পড়েও যায়। তেমনই গোবিন্দা ও রানি মুখার্জির এক রাতের ঘটনা। রানি মুখার্জির ঘর থেকে নাকি রাত পোশাকে বেরিয়ে আসেন গোবিন্দা। এক সাংবাদিকের দাবি তিনি রানীর সাক্ষাৎকার নিতে গিয়ে এমনটাই দেখেছিলেন।