দূষণ বিহীন পরিবহন সাইকেল। জানেন কি বিশ্বের কোন দেশে সাইকেলের ব্যবহার সর্বাধিক? সাইকেলের ব্যবহারে বিশ্বে প্রথম নেদারল্যান্ডস। প্রতি ১ জন ডাচের কাছে ১.৩ টি করে বাই সাইকেল আছে। দেশের ২৮% যাতায়াতের মাধ্যম সাইকেল। সারা দেশে সাইকেলের সংখ্যা ২৩ মিলিয়নেরও বেশি।