গান ছেড়ে ডাক্তারিতে সিধু?

আইএনকে। মল্লিক বাজার। নিউরো সায়েন্স। এখানেই এ এস রোগ নিয়ে আলোচনা। উপস্থিত প্রতিষ্ঠাতা চিকিৎসক এবং গেস্ট ডঃ সিদ্ধার্থ শঙ্কর রায়। এই ডাক্তারবাবুকে দেখে খটকা লাগলো। খুব চেনা লাগছে। আসলে গানের মঞ্চে দেখে অভ্যস্ত । কে জানে উনি নিজেই একজন চিকিৎসক।