যে নীল বাতির গাড়ি থেকে নামলেন যশ, তা কার?

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হলেও হেরে গিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এই মুহূর্তে কোনও রাজনৈতিক ক্ষমতার অধিকারী নন তিনি। গাড়িতে কোনও বাতি লাগানোর জন্য আইনত যে পদ ও যোগ্যতার অধিকারী হতে হয়, এই মুহূর্তে তা-ও নেই যশের কাছ। তা সত্ত্বেও সোমবার সকালে যে গাড়ি থেকে নামতে দেখা গেল তাঁকে, তার মাথায় নীল বাতি! রাজ্য পরিবহন দফতর আর কলকাতা ট্র্যাফিক পুলিশের তথ্য বলছে, ডব্লিইবি১০৬৬৫২ নম্বরপ্লেট যুক্ত গাড়িটির মালিক দেবাশিস দাশগুপ্ত, যা বাস্তবে যশের আসল নাম।