শ্রীদেবীকে ১৯৮৬ য়ে বিয়ে করেন বনি কাপুর। তার কয়েক মাস পর দ্বিতীয়বার সামাজিকভাবে বিয়ে করেন শ্রীদেবী ও বনি। সেই সময়ে শ্রীদেবী গর্ভবতী ছিলেন। গুজব রটে বিয়ের আগেই শ্রীদেবী জাহ্নবীর জন্ম দেন।