মাত্র ৮৭ টাকায় গ্রাহকদের জন্য দারুণ একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির BSNL
BSNL ৮৭ টাকার রিচার্জ প্যাকটি সেই সব কাস্টমারদের জন্য দুরন্ত অফার। BSNL-এর ৮৭ টাকার প্ল্যানে গ্রাহকদের ১৪ দিনের বৈধতা অফার করা হয়। এত কম খরচে যে পরিমাণ ডেটা অফার করা হয়,তা কোনও অংশে কম নয়। আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার রয়েছে প্ল্যানটিতে।