৬ বছরেই ভেঙে গেল ভালবাসার সম্পর্ক। পপতারকা রিকি মার্টিনকে ডিভোর্স দেন তাঁর স্বামী জেয়ান যোসেফ। তাঁদের ডিভোর্স হয় শান্তিপূর্ণভাবে। তাঁরা ২জনে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানান। রিকি মার্টিনের গান অনেক মানুষের মন জয় করে। রিকি জানান, তাঁর জীবনে কখনও প্রেমিকার অভাব হয়নি। অনেক মহিলার সঙ্গে রিকির সম্পর্ক প্রকাশ্যে আসে।