''জওয়ান' জ্বরে কাবু গোটা দেশই যেন আজ রাতজাগা

না, ৭০ কোটি নয়—এবার শোনা যাচ্ছে, 'জওয়ান' নাকি ১০০ কোটি টাকায় বিগ ওপেন করতে চলেছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর। অর্থাৎ প্রথম দিনই ছবির সম্ভাব্য আয় ছুঁতে পারে ১০০ কোটির মাত্রা। ইতিমধ্যেই ৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।