তাইল্যান্ডের সমুদ্র সৈকত ফিফিতে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার স্যান্ডি সাহা। সেখানেও তিনি পরেছিলেন একটি ম্যাক্সি। হলুদ রঙের ম্যাক্সি পরে সমুদ্রের ধারে 'কহো না পেয়ার হ্যায়'-এর ছন্দে নাচেন স্যান্ডি। ট্রোল করা পাশাপাশি তাঁকে এক নেটিজ়েন লিখেছেন, "ম্যাক্সি তো এখন আন্তর্জাতিক পোশাক হয়ে গেল..."