080923 Bnk Anti Ragging Rally Wt Hirak Pkg

বাঁকুড়া জেলার অন্যতম নামী ডিগ্রী কলেজ খ্রীষ্টান। এই কলেজের একাধিক হোস্টেলে কয়েকশো আবাসিক পড়ুয়া রয়েছে। অতীতে মাঝেমধ্যে এই কলেজেও ইন্ট্রোডাকশানের নামে নবাগত পড়ুয়াদের ডেকে র‍্যাগিং এর অভিযোগ উঠেছে। সেকথা মাথায় রেখে যাদবপুর কান্ডের পর আরো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।