শহর থেকে জেলা, ফিরল শুকনো শীত

শহর থেকে জেলা, ফিরল শুকনো শীত। রাতের ঠান্ডা কমায়, জাঁকিয়ে শীত। তবে এই শীতের স্থায়ী হবে আর মাত্র ৫-৬ দিনই। ২৫ জানুয়ারি থেকে ফের জোরালো পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা।