টিপু সুলতানের তরোয়াল বিক্রি হল না

টিপু সুলতানের তরবারি নিলামে বিক্রি হয়নি। লন্ডনের ক্রিস্টি নিলামে ওঠে টিপু সুলতানের তরোয়াল। মহীশূর শাসকের তরোয়াল গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিশ উপহার পান। নিলামে তরবারিটির দাম ১.৮২ থেকে ২.৪৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত রাখা হয়। কিন্তু কোনও ক্রেতাই তরবারিটি ওই মূল্যে কেনেননি।