শীতে দার্জিলিংয়ের সঙ্গেও টক্কর পুরুলিয়ার, কবে থেকে বৃষ্টি?

শীতে দার্জিলিংয়ের সঙ্গেও টক্কর পুরুলিয়ার। দুই জায়গাতেই তাপমাত্রা ৬.৫ ডিগ্রি। ১১.২ ডিগ্রির ঠান্ডা দমদমে। আলিপুরে ১২.৯ ডিগ্রিতে পারদ। ঝঞ্ঝার প্রভাবে কমবে ঠান্ডা। ৩ দিন বৃষ্টির পূর্বাভাস বাংলায়। পাকিস্তান থেকে ত্রিপুরা ঘন কুয়াশা-করিডর। অমৃতসর থেকে ডিব্রুগড় 'শূন্য' দৃশ্যমানতা। রোদের দেখা নেই, কুয়াশায় জবুথবু ডুয়ার্স।