এবার একটা ফোন আসছে, যাতে নেই কোনও ছিদ্র। ফোনের নাম Meizu Zero। এক্কেবারে অন্যরকম এই ফোনে একটাও ছিদ্র নেই। এর বডি সম্পূর্ণরূপে সিল করা। এতে কখনও ধুলো এবং জল প্রবেশ করতে পারে না।