একটি ভুল ক্লিকেই আপনার আয় করা টাকা আপনি খুইয়ে ফেলতে পারেন। অনেকেই এমন আছেন,যারা অনলাইনেই ডাক্তারের এপয়েন্টমেন্ট বুক করে ফেলেন। দিল্লির এক মহিলা তাবাসসুম কুরেশি, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ৬০,০০০ টাকা খুইয়েছেন। তিনি একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছিলেন।