মুখোমুখি সমরে প্রাক্তন শ্বশুর-জামাই। প্রথম জন ৩ বারের সাংসদ। আর দ্বিতীয়জন দাবি করছেন প্রাক্তন শ্বশুরকে প্রাক্তন সাংসদ বানিয়ে ছাড়বেন এবার। সম্ভবত দেশের একমাত্র লোকসভা কেন্দ্র যার নামেই শ্রীরামের উপস্থিতি। সেই শ্রীরামপুরে শেষ হাসি হাসবেন কে? অকপট সাক্ষাৎকার বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর।