প্রথম দিকে নিত্যদিনের যানজটে টোটো মন কেড়েছিল শহরবাসীর। বসিরহাটে এবার টোটোর দাপট ঠেকাতে এবার লাগানো হচ্ছে কিউ আর কোড। সরকারি রেজিষ্ট্রেশন নম্বর থাকবে এই কিউআরে। পুজোর আগেই যানজটহীন বসিরহাট দেখতে চলেছে মানুষ, জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান।