এক ওয়েডিং ফটোগ্রাফারের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। বর ও কনের দুর্দান্ত মুহূর্তগুলি নিখুঁত ভাবে ক্যাপচার করে সারা জীবনের জন্য স্মৃতি তৈরি করেন ওয়েডিং ফটোগ্রাফাররা। ওয়েডিং ফটোগ্রাফার যদি বিয়ের পিঁড়িতে বসেন,তাহলে তাঁর সঙ্গীর ছবি কে তুলবেন? এই বাঙালি ফটোগ্রাফার নিজের হাতেই ক্যামেরা তুলে নিলেন। পাত্র তথা ফটোগ্রাফারের নাম অয়ন সেন। হবু বউ প্রিয়ার গলায় যখন তিনি মালা পরাবেন বলে ঠিক করেছিলেন।