মিমির দেখা নাই রে!

‘বোনুয়া’রা আর বোনুয়া নেই, বিগত বেশ কিছু বছর ধরেই টলিউডের ‘ওপেন সিক্রেট’ এটা। টলিউডের দুই সুন্দরী সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান, যারা একে-অপরকে ‘বোনুয়া’ বলে ডাকেন, তাঁদের বন্ধুত্বে চিড় ধরেছে অনেকটাই। না—কথা বলা বন্ধ হয়নি ঠিকই, তবে দু’জনের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। সাংসদ-অভিনেত্রী নুসরত ভুল বোঝাবুঝি মেটানোর জন্য মিমির দিকে হাত বাড়ালেও মিমির দেখা নাই রে, মিমির দেখা নাই!