বর্ষাকালে খুশিতে মন ভরে যায় সুন্দরবনের কৃষকদের। বছরভোর অপেক্ষার পর কৃষিকাজে জোর কদমে নেমে পড়ে সুন্দরবনের প্রান্তিক কৃষকরা।আর এই বর্ষার আগমন বার্তা হিসাবে জমির উৎকর্ষতা বাড়াতে শুরু হয়ে যায় ধান চাষের জন্য জমি প্রস্তুত করার কাজ। ঠিক সেই সময়ে সুন্দরবনের কৃষক সমাজ চাষের শুরুতে মেতে ওঠে গরু দৌড় প্রতিযোগিতার মাধ্যমে।