ভাত-কাপড়ের অনুষ্ঠানে আচমকাই স্ত্রী কে প্রণাম সৌরভের

শনিবার দর্শনা বনিকের ভাত কাপড়ের অনুষ্ঠান। লাল টুকটুকে শাড়ি পরে এদিন হাজির সৌরভ দাসের স্ত্রী। অভিনেতা দর্শনার হাতে তুলে দিলেন ভাতের থালা সঙ্গে শাড়ি। দর্শনা করলেন প্রণাম। তবে এখানেই শেষ নয়, পাল্টা প্রণাম করলেন সৌরভও। ভাইরাল হল সেই ভিডিয়ো।